সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধজয়। The way Pakistan Defeat USSR

আফগানিস্তানের মাটিতে সোভিয়েত ইউনিয়নকে যেভাবে পরাজিত করা হল। 

পাকিস্তানের ISI এর সরাসরি ইন্টেলিজেন্স ও টেকনিক্যাল সাপোর্ট পেয়েই আফগান মুজাহিদরা যুদ্ধ করে। ঐ যুদ্ধের সকল পরিকল্পনাও করা হত পাকিস্তানের মাটি থেকেই। 



এই ভিডিওতে জানতে পারবেনঃ


১। পাকিস্তান কেন তালেবান সরকারকে সাপোর্ট দেয়ে?

২। সোভিয়েত ইউনিয়ন ঠিক কি কারণে পরাজিত হয়?

৩। সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ১৯৭১ সালের প্রতিশোধ।পাকিস্তান দুই ভাগের বদলা হিসেবে সোভিয়েত ইউনিয়নকে ১৫ ভাগ করা।

৪। মধ্য এশিয়ার ৬ টি মুসলিম দেশ যেভাবে স্বাধীন হয়।

৫। মিডিয়া যেভাবে পাকিস্তানকে ক্রেডিট না দিয়ে জঙ্গিবাদের অপবাদ দেয়ে।

৬। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি স্বাধীন দেশের নাম।

৭। সৌদি আরব ও আমেরিকা যেভাবে সাহায্য করেছে।

৮। পাকিস্তানের অনুমতি ছাড়া, আমেরিকার পুতুল সরকার কেন টিকছে না?


ভিডিওটি দেখলে আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন যা হয়ত আগে জানতেন না।

নোটঃ

এই ভিডিওতে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার জন্য পাকিস্তানকে অনেক বেশী ক্রেডিট দেওয়াতে অনেক ভারতীয় ও চেতনাবাজদের চুলকানি হবে জানি। তাই তাদের চুলকানি কমানোর জন্য একটা উদাহরন (চুলকানির ওষুধ) দিলাম।

বাংলাদেশ যদি পশ্চিমাদের সাপোর্ট পেয়ে রোহিঙ্গা মুসলিমদের দিয়ে মায়ানমারকে ভেঙ্গে আলাদা আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে তাহলে এখানে কার ক্রেডিট? বাংলাদেশের নাকি আমেরিকার নাকি রোহিঙ্গাদের? আমি ১০০% নিশ্চিত চেতাবাজরা এখানে বাংলাদেশের ক্রেডিট দিবে। বলবে বাংলাদেশের সাপোর্ট না দিলে আরাকান দেশ হত না, বাংলাদেশের জন্যই বার্মা পরাজিত হয়েছে। কিন্তু পাকিস্তানের আফগান সোভিয়েত যুদ্ধের সময় চেতনাবাজরা পলটি নিয়ে নেয়ে। তখন স্বীকার করবে না পাকিস্তান ঐ যুদ্ধে জড়িত না হলে আজকে মধ্য এশিয়ার ৬টি মুসলিম দেশ স্বাধীন হত না।

--

0 Comments